রাজবংশী কবিতা: ভাবনার ব্যবধান || রণজিৎ সরকার

থ্যাকথেল্লি নাগা দুষ্কলা পড়ি থাইকতে সগায় মংগাকারা সুখক নিয়া দড়ি টানাটানি করে,
আশার স্বপন মাগিয়া মাঝ দরিয়াৎ ঝাপ দ্যায় -
বড়ো শৈল মাছটাক পাজা বান্দি বগলৎ তুলির চায়
আর হাউং হাউং করি কামড়ে খাবার চায়।

কিন্তুক সুখ কি অতয় স্যাতরা ঝে সগারে কোলাৎ চইড়বে?
হাল্লাউ হাল্লাউ করি মুখৎ সোন্দেয়া সোবাদ খোয়া দিবে?
খুশির কাপৎ কইবে চুমুকের উপরা চুমুক দিবার?

দুষ্কটাও এক ধরনের সুখ।
দুষ্কক- দুষ্ক ভাবিলে দুষ্ক, আর সুখ ভাবিলে সুখ।
সুখ আর দুষ্ক আর কোনও না হয়, খালি ভাবনার ব্যবধান।


কবি: রণজিৎ সরকার
কোচবিহার, ভারত।

Post a Comment

Previous Post Next Post