বসন্ত আসিলে রূপবতী প্রকিতির মনৎ যেমন রং নাগে,
ঐ নাখান রং নাগে মোরও বকেয়া যৈবনৎ ।
মুই মনভোলানি শিমলা আর পলাশের ঢক করি পাপড়ি ম্যালে দ্যাং
ভালে কোনায় উতাল তোলং নয়া যৈবনের।
মোর যৈবনের আভাতে ভাসি যায় চাইরওপাক
ঝলমলা হয়া কুকিলার মন ভুলায়।
ভুলো মনে আল্লাদে আল্লাদে মাতি ওঠে সুন্দরী কুকিলা
নাচিতে নাচিতে এ্যালে দেয় গাও, ঢলি পড়ে আর মোর হোতলাই ধরি সুত্তি মারে।
ঐ সুত্তির মধুর ধমকে থমকে থমকে চমকে চমকে
পুরান ছাড়িয়া আরও নয়া হয়া ওঠোং, হুড়মুড়ি ছোটোং...
পেরেমের জালোত পড়ি তাড়াউ তাড়াউ করি ঝাপাং।
মিস্টি চুমার আদরে ভিজি যায় মোর গাল,
মুখৎ ঘোটলাইতে জিবা দিয়া বিরায় নাল।
বাসন্তি রংয়ের আবিরৎ ঢাকি যায় মোর গাও,
বুড়া বয়সে ভীম রতি দেখি উঠি যায় সোরাও।।
ঐ নাখান রং নাগে মোরও বকেয়া যৈবনৎ ।
মুই মনভোলানি শিমলা আর পলাশের ঢক করি পাপড়ি ম্যালে দ্যাং
ভালে কোনায় উতাল তোলং নয়া যৈবনের।
মোর যৈবনের আভাতে ভাসি যায় চাইরওপাক
ঝলমলা হয়া কুকিলার মন ভুলায়।
ভুলো মনে আল্লাদে আল্লাদে মাতি ওঠে সুন্দরী কুকিলা
নাচিতে নাচিতে এ্যালে দেয় গাও, ঢলি পড়ে আর মোর হোতলাই ধরি সুত্তি মারে।
ঐ সুত্তির মধুর ধমকে থমকে থমকে চমকে চমকে
পুরান ছাড়িয়া আরও নয়া হয়া ওঠোং, হুড়মুড়ি ছোটোং...
পেরেমের জালোত পড়ি তাড়াউ তাড়াউ করি ঝাপাং।
মিস্টি চুমার আদরে ভিজি যায় মোর গাল,
মুখৎ ঘোটলাইতে জিবা দিয়া বিরায় নাল।
বাসন্তি রংয়ের আবিরৎ ঢাকি যায় মোর গাও,
বুড়া বয়সে ভীম রতি দেখি উঠি যায় সোরাও।।
কবি— রণজিৎ সরকার।
কোচবিহার, ভারত।
হালিচা:
রণজিৎ সরকার