গছের পাতালা মা মরা
ছাওয়ার নাকান
হারগিলা বিড়া, নিবু নিবু পইলতা
কয়েক হাজার বচর থাকি
ত্যালের নাগাইলে নাপায় শিপাত
ডগোমগো হয়া উঠিরে না পায়
মায়ের আঁচলের তাপ না হইলে কি
ছাওয়া ভলভলা হয়?
নদী কোনা দুঃখ, কষ্টের জলত পড়ি
এদিওদি কইরতে কইরতে
প্যাটের ভিতরা বাড়ি ডুগি গেইচে
হালিচা:
বর্ণজিৎ বর্মন