MrJazsohanisharma

আব্বাস উদ্দীনের ভাওয়াইয়া গানের লিরিক সংকলন— আব্দুল করীম এর লেখা ভাওয়াইয়া Abbas uddin's bhawaiya song lyrics

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের গাওয়া কতেক বিখ্যাত গানের কথা তলতি ধরা হইল। ইয়ার মইদ্দে কিছু গান আছে গীতিকার আব্দুল করীম এর নেখা আরো কতেক প্রচলিত বা সংগ্রহ করা। 

 গান গুলার সুর দিছে স্বয়ং আব্বাস উদ্দীন ও অন্যান্য। 
ফটোকের নেখা ক্লিয়ার দেখির বাদে ফটোকোত ক্লিক মারো।
গানঃ ওরে গাড়িয়াল বন্ধুরে

গানঃ বাওকুমটা বাতাস

গানঃ একবার আসিয়া সোনার চান মোর যাও দেখিয়া রে

গানঃ আগা নায়ে ডুবুডুবু 

গানঃ ও মোর কালারে কালা

গানঃ আজি নদী না যাইয়ো রে বৈদ

গানঃ কিসের মোর রাঁধন কিসের মোর বাড়ন

গানঃ ফান্দে পড়িয়া বগা কান্দে রে

গানঃ কোন বনে ডাকিলু কোকিল রে

গানঃ ও ভাই মোর গাঁওয়ালিয়া রে

গানঃ ওকি পতিধন প্রাণ বাঁচে না যৈবন জ্বালায় মরি
গানঃ আবো নওদাড়িটা মরিয়া
গান গুলা নিজের ঠায় ডাউনলোড করি থুবার জন্যে ফটোকত ক্লিক করো।
গান গুলোর ফটো কালেকশান করেছেনঃ— সুজন রায় (এডমিন)

2 Comments

  1. ভাওয়াইয়া শুনলে উদাস হয়ে যাই। আচ্ছা আপনারা কি তোরসা নদীর গানটার লিরিক্স দিতে পারেন?

    ReplyDelete
  2. ও কন্যা হস্তে কদমের ফুল গানটার কি লিরিক দিতে পারবেন। আমি ভাওয়াইয়া গান নিয়মিত শুনি।

    ReplyDelete
Previous Post Next Post