সমিস্যার আতলানি || বর্ণজিৎ বর্মন

গামার গছ এবং নিম গছ 
ভাইল্যাদিন একি আলির এ মাতা আর ওমাতাত 
চ্যাপটা নাগি বসবাস করির নাইগচে

ছাওয়ালা যতয় বড় হবার নাইগচে 
চাইরোপাকে সমিস্যার আতলামি 
শুরু হইচে 

কোন বেলা ঝে কায় কুদি দাও, কুড়াল নাগাইবে 
তার ঠিক নাই

গছের আইগলা দিন 
আন্ধারত ডুবি আচে 

এলা কি করির নাইগবে?
বুঝিরে না পায়-ঢ্যারাই গছ

এদি জিবোনের দোরত কালনাগ 
ফোপের নাইগচে সাতবেলা 

দিশকুল হারে যেইছে

কটকটির মাও দেখেন কেনে 
সুরাহার সূরজ  উঠে নাকি 
জিবোনের আকাশোত

Post a Comment

Previous Post Next Post