গােরক্ষনাথের গান: লােকপুরাণের আঙিনায় রাজবংশী জীবন কথা —বিনয় বর্মণ ভাওয়াইয়া ব্লগ

পূজা-ধর্ম-সমাজ: উত্তরের হাইচাও গান  
বিনয় বর্মণ


রাজবংশী মানষিগিলার জিউ - এর গান হাইচাও যাক অইন্য নাখান করি কওয়া হয় গােরক্ষনাথ ঠাকুরের গান। ড . নারায়ণচন্দ্র বসুনীয়া উয়ার ‘ গােরক্ষনাথের গানঃ লােকপুরাণের আঙিনায় রাজবংশী জীবনকথা ' বইখানত মেলা জাগা থাকি বাষট্টিখান গান জোটেয়া , অনেকলা গানক বিচিরিয়া রাজবংশী জীবনের আলােত গােরক্ষনাথ ঠাকুরের মহিমা তুলি ধরির চেষ্টা করিছে । ইয়ার বগলা - বগলি রাজবংশী মানষিগিলার নানা কাথাও উঠি আসিছে বইখানত । গােরক্ষনাথ ঠাকুরক গােড়ােত থুইয়া উয়ার চাইরােপাকে দেখেবার চেষ্টা করিছে লেখাইয়া । গােটায় বইখানক ড , বসুনীয়া ছয়খান অধ্যায়ত ভাগ করিয়া আলােচনা করিছে । উয়ার পইলা ভাগত গােরক্ষনাথ ঠাকুরের চিন্ , জন্ম আরাে মেলা দিক তুলি ধরিছে । এটেকোনা লেখাইয়া দেখেবার । চাইছে যে গােরক্ষনাথ ঠাকুর আসলে কোন ঠাকুর , কৃষ্ণ না শিব ? মেলা পণ্ডিতের কাথা ও অনেকলা যুক্তি তুলি ধরি ড . বসুনীয়া দেখাইছে যে গােরক্ষনাথ ঠাকুর আসলে শ্রীকৃষ্ণ । দুতিয়া ভাগত লেখাইয়া গােরক্ষনাথ ঠাকুরের নানানকান পূজা আর পূজার নানান জিনিসপাতির কাথা তুলি ধরিছে । ওরে ভাই নাবার কুরে গরকুনাথ ঠাকুর এল ঘােরায় চরে । আসুক গরকুনাথ নাহি ডর কড়ি আছে কড়আ দর । কড়া দরে কিনিলাম নাড়ু হাতে দিয়ে এলাম সুবর্ণের খাড়ু । গেরামত বসত করা রাজবংশী মানষির একেনা ভালে সম্পদ হইল গরু । গরুক ভালে থুবার বাদে উমরা গােরক্ষনাথ ঠাকুরের পূজা জই - জোগাড়ে করে । এই সময়তই কীর্তনের নাখান করি উমরা খােল - কত্তাল নিয়া ঠাকুরের জইন্যে হ্যাচ্চ ’ গান গায় । ‘ গাভি বড় ধন মাগাে গাভি বড় ধন । গাভি থেকে হয় মাগাে ধন উপার্জন মামা ভাগ্নে গরু মাগাে যার গােয়ালেতে দিন দিন সেই গেরস্থের উন্নতি হবে । এই নাখান করি পাছের অধ্যায়গিলাতও লেখাইয়া ড , বসুনীয়া একঝন ভালে গবেষকের নাখান গােরক্ষনাথ ঠাকুরের গানের মইধ্যত ধর্মের কাথা , আরাে জোগাড় করা গানগিলাত ক্যাঙ করি রাজবংশী সমাজের কথা উঠি আসিছে তাও তুলি ধরির চেষ্টা করিছে । হাচ্চ ’ গানের লাইন তুলি ধরি ধরিয়া দেখেবার চাইছে কুচবিহার , জলপাইগুড়ি , আরাে নিচা অসমের মানষিগিলার জীবনের হাইল চাইল । বাটাভরা পান - গুয়া , বেটি - ছাওয়ালার নিজের জীবনের নানান গােপন কথা যেমন উঠি আসিছে , তেমন করিয়া হাইচাও গানগিলাত উঠি আসিছে গাবুর বেটির মনের নানান কামনা - বাসনার কথা । মাছের মধ্যে মাছরে , মৈছার মধ্যে পুটি । মাের ঘরের সােয়ামী মিলিছে য্যান মাছের খুটি এক যুবতি উঠিয়া বলে , তাের সে পতি ভাল মাের ঘরের দাদুয়া পতি ঘটিল কাছাল । ড . বসুনীয়া হামার কওয়া বইখানত ‘ পাঠান্তর ' তুলি ধরিবার কাথাও বাদ দেয় নাই । এলািত রয়া যায় আসল গবেষকের চিন । লেখাইয়া কুচবেহার , জলপাইগুড়ির মেলা জাগা থাকিয়া হাইচাও গানগিলা জোগাড় করিছে । তাতে উয়ায় পড়িয়া পড়িয়া বুঝির পাইছে যে , একেনাখান গানের মইধ্যতও একে একেনা করিয়া ভালে ফারাক আছে । এইলা বাদে উয়ায় গানগিলা ধরিয়া ধরিয়া ছয়খান গানের ফারাকগিলা হামার আগােত তুলি ধরিছে । লেখাইয়া আরাে দেখেবার চেষ্টা করিছে এই হাইচাও গানগিলার মূল্য কোনটেখােনা । লােককবিগিলার মুখ থাকিয়া জোগাড় করা এই হাইচাও গানগিলা এলা আর শুনা না যায় । এই এলা আস্তে আস্তে একেবারে মিশি যাবার ধরিছে । আর তারে বাদে লেখাইয়া ড . বসুনীয়া যে উৎসাহ নিয়া এইলা গান জোগাড় করি বই আকারে বির করিচে তার গুরুত্বের কথা না কয়া থাকা যায় না । হামরা তারে বাদে ড . বসুনীয়ার বইখান চাইরােপাকে ভালে ছড়ি যাউক , এই আটুশ করি ।

গােরক্ষনাথের গান: লােকপুরাণের আঙিনায় রাজবংশী জীবন কথা 
ড . নারায়ণচন্দ্র বসুনীয়া 
প্রকাশক : গ্রন্থ বিকাশ , কলকাতা 
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৪ 
প্রচ্ছদ : মনীষ দেব 
মূল্য : ১০০ টাকা

Post a Comment

Previous Post Next Post