বেনারসী - দেবাশিস বর্মণ'র রাজবংশী গল্প Benarashi - rajbangshi short story


বেনারসী 
দেবাশিস বর্মণ 

আকাশ - পাতাল চিন্তা কৈত্তে কৈত্তে শান্তি ধপাস্ করিয়্যা মাটিত বসিলেক । সুখচান মরার আজি দশ দিন হয়া গেইল , বাড়িটা একেবারে শুনসান । বসিয়া চখুর জলােত মলােত পড়িলেক পাচিলা দিনের কতালা কপালােত কোনােয় দিন এখান ভাল শাড়ি জোটে নাই , কোনাে দিন সখ সৌখিন হাতে হয় নাই । সারাটা জেবন দুঃখের ভিতিরা হঠাৎ স্বামীর হৈলেক ব্লাড ক্যান্সার । তারপচে যা হবার সরকারী হাসপাতাল , দৌড়াদৌড়ি কম করে নাই বেচারি । টাকা পাইসা না থাকিলে যা হয় । বেশি সময় নেয় নাই , একদিন শান্তির সর্বনাশ হৈলেক সবশেষ । দেখতে দেখতে নয় দিন বাদে আজি দশা । ভাইল্লা জামাকাপড় ধরি শান্তি দিগির পাড়ত এক ধান্দায় বসি আছে । এ্যলা খানেক ডিটারজেন্ট কম্পানি প্যাকেটের ভিতিরাত কুপনের ব্যবস্থা কৈচ্ছে । গােটায় বছর ঐ এ্যকে নাকান কম্পানির ছাপ ব্যবহার করি কোনয় দিন বা কলম কোনয় দিন বা চামুচ পাইচে । আজিকার কুপুনখান খুলি দেখে বেনারসি শাড়ি । উপরাওয়ালার কী পরিহাস । আজি শান্তির শাড়ির দরকাল নাইন , মেলা টাকার দরকাল । দৌড়ি গেইলেক দোকানােত । দোকানি কৈলে টাকা হবার নয় , তিনদিন বাদে শাড়ি পাইবেন । ছাদ্দের দিন আসিলেক না বেনারসি শাড়ি । শান্তি শাড়িখান হাতে নিতে আর ডুকরি উটিলেক উয়ার ভিতরখান আর চখুর জল তাের্ষার স্রোতের নাকান দুই গাল দিয়া গড়েয়া গড়েয়া মাটিত পড়িলেক ।

Post a Comment

Previous Post Next Post