গাড়িয়াল বন্ধু" পর্ব -৪
➤ মিজানুর রহমান
বাপ মাও মরার শোক; কোন মতোনে পাসরি উঠিলেও মেহের আলীর আর স্কুলে যাওয়া হৈল না। নেকাপাড়া ক্লাস ফোর থাকি বন্ধ হয়া গেইল। তাহইলে কি তিন হালিয়া দেওয়ানির ব্যাটার স্বপ্নটা স্বপ্নই থাকি গেইল, পুরোন হইল না? না, ভাই মেছের আলী কয় বড় অফিসার হওয়ার নাগবে না, তার চ্যায়া কৃষি অফিসার হ-ও। দশ বছর বয়স থাকি মেহের আলীর শুরু হইল সংসারের কামাই- কাজ।
গরু চড়া হালবোয়া
ধান কাটা ধানরোয়া
আবাদ শুবাদ ক্ষেত নিড়ানি
খাটা খাটুনি নাই জিরানি
সংসারোত যে কামাই ম্যালা
শ্যাষ না হইতে ডোবে ব্যালা
দিনে আইতে কামাই কাজ
মেহের আলীর মাথায় বাজ
বাপ মাও মরা সোনার ধন
কি করবে তা তোমরা কন
চিলকি ভাবি যখন একনা আদর করে
কষ্টভুলি মেহের আলীর মন যায় ভরে।
চিলকি ভাবির সথে মেহেরালির গালায় গালায় পিরিত থাকলেও ভাই মেসের আলীর সাথে খুব এ্যাকনা বেশি বনে না। সউক সময় খালি কাজ করির কয়, এটা কর ওটা কর সেটা কর। এমনিতে সারাদিন কাজ করতে করতে উকাশে পায় না মেহেরালি, তাতে ফির ভাইয়ের এক্কেবারে একের কড়া শাসন। কোন এ্যাকনা ভুল হইতেকলে কান মলা আর হালুয়া পেন্টির ডাং। ভাই কতলা শাসন করে করুক। হাজারো হইলে বাব মাও মরা মাউড়িয়া ছওয়া, ঐ তক্নে চিলকি ভাবি মেহের আলীক ম্যালা আদর করে। আর দুঃখ কষ্ট ভোলেবার জইন্য মেহের আলীক সোনার-চাঁন করি ডাকায়। সংসারের কামাই-কাজ আর চিলকি ভাবীর আদর, এ্যানতোন করিয়ায় ভাইয়ের সংসারোত বড় হইতে থাকিল মেহেরালি।
মেহের আলীর বয়স এ্যালা আঠারো। চলায় গরুর গাড়ি............
(আগামী পর্ব থেকে "গাড়িয়াল বন্ধু" মূল পর্ব শুরু)
হালিচা:
মিজানুর রহমান