MrJazsohanisharma

নাটারুর গপ্পো — শৈলেন দাস ‖ কামতা - রাজবংশী গপ্পো

চেল্টু এলা বিশ্ব মাতাল। যেদিন খানিক বেশি খায় হাটখোলার বাকলাই তোলে। মারামারি, ঝগড়া-ক্যাচালোত নাই কিন্তুক যে ফ্যাদলা পারে-- কারোয় সহ্য হয় না। একেকদিন হাটখোলারে কোনো দোকানের চালিত বেহুশ হয়া পরি রয় ।কুকুরে মুখ চাটে ;মুখোত মুতিও দেয়। উয়ার কোনো চ্যাদব্যাদ থাকেনা।সারাদিন ভঙোরের ঘোড়ার নাখান আথালি-বিথালি দৌড়ানি, বাইকানি ---- মানষিরে তো দেহা ,আর কতো সহ্য করিবে।সারাদিনে চৌদ্দ বার যেটেসেটে উষ্টা খাইছে-- দুই-চাইর জনের ধ্যাক্কানিও ।হাটুয়া কিলকানি ছাল যাওয়া, নাকে মুখে রক্তের শুকান দাগ ,ধোয়ামোছার চ্যাতোন পর্যন্ত নাই। খালি ফরকি ফরকি বেড়ানি আর বাইকানি ।চেল্টুর বাইকানিত যেমন সইত্য কথা আছে তেমনে ফাকুয়া ফালতু কথাও ভাইল্লা । বাপের ত্যালত্যালা সম্পত্তি ব্যাচে ব্যাচে মদ, জুয়া, বাইজি নাচোন---সব কিছুতে ছেন্টারোত খ্যালে অ্যালা হাপসি গেইছে।ব্যাটা দুইটা বুঝমান হয়া দ্যাখে , হোতলাই দিয়া দেখে দেওয়া জমি-জাগা ঘরের কাইঞ্চাত আসি ঠেকিছে ।দুই ব্যাটা আর মাইয়া জোর করি সংসারের ভার থাকি মুক্তি দিছে। মন চায় তায় কাজ কর না চায় তায় বসি বসি খা; সংসারোত দেওয়ানিগিরি চইলবে না। গু খাওয়া গরু কী আর গু খাওয়া ছাড়ে! হাতোত পাইসা পাইলেই ,অল্প পাইসার ভুটানি মদ খায়া হাটখোলার এ গলি থাকি ও গলি চরকির নাখান ঘুরি বেড়ায় ।ভাল মানষি সাইড কাটি চলি যায়।নেহাত অ্যাকেরে ঘরের মানষি--দাদা ভাই জ্যাটো খুড়া, হয় তো এই ঢক দেখি কয়, --- "হইছেরে বা , আর কতো ।বাড়ি যা অ্যালা ";"হইছে রে দা ,চল অ্যালা বাড়ি যাই" !কোনো সময় কওয়াইয়ার উপুরা ফরকি ওঠে।কওয়াইয়ার নুকি থাকা ইতিহাস ভোগোল খুদুরিঘুংটি বির করি, নয়া করি মাইক ছাড়ায় ভাষণ শুরু করি দেয় ।কওয়াইয়ার ধুতির কাষ্টি খুলি দ্যায় ,মুখ চোমটা করি স্যাও মাথায় মানে মানে কাটি পরে । নাটারু এইলা দ্যাখে আর খুটখুটি হাসে।খানিক ফাকোত চেল্টুর পাছে পাছে ঘুরি ব্যাড়ায় ।বিনা পাইসার যাত্রা গান নাটারুর ঢক মেলা মানষি দ্যাখে। নাটারু খুব খুশি হয় ।মাঝে মইধ্যে চেল্টুর চাইর পাকে ভীর জমে।চেল্টুক টিটকারি দ্যায় ,চুলকায়,মিছাং রাগ দ্যাখায়, গালিও দেয়।চেল্টু আরো ফ্যাদলা পারে ।চেল্টুটা বোঝেনা কতুলা ছ্যাপ নিজের গাত পরি দেহাটা মইলা হবার নাইগছে ।কারো উপুরা হয়তো জলুয়া ঢোড়ার নাখান ফোপে ওঠে ,বাপ ঠাকুর্দার চকমকা ইতিহাস তল্তি ধরি নিজের পরিচয় দ্যায় ।কিন্তুক নড়বড়া বর্তমানোত আউয়াল ইতিহাসের ঝোলোত চুড়া ভেজে না। চেল্টু য্যালা কোনো দোকানের চালিত বেহুশ হয়া থাকি রয়; আমারে অলিনদা স্যালা দোয়ারি হরিয়াদাক মিছাং ঢ্যাক্কায় আর গালি পারে--- এই শালা ছোটোলোক,তোর মান-সম্মান নাইরে? রাস্তায় ঘাটে মদ খায়া পরি রইস!হরিয়াদা কয়, ---শোনেন বাবু,এটে আর কতোখুনা ঢ্যাক্কাইলেন ?সেদিন টাউনোত ঢ্যাক্কাইতে ঢ্যাক্কাইতে ডেরেনোত ফ্যালে দিছে, তাও মোক অপমান করির পারে নাই।ডেরেন থাকি উঠি মুখের সামনে কয়া দিছি,-- মোর নাম হইল হলাই,মোর ঠাকুর্দার ছিল চাইরটা খ্যারের বলাই। নাটারু এইলা দ্যাখে আর খুটখুটি হাসে।খানিক ফাকোত চেল্টুর পাছে পাছে ঘুরি ব্যাড়ায় ।বিনা পাইসার যাত্রা গান নাটারুর ঢক মেলা মানষি দ্যাখে। নাটারু খুব খুশি হয় ।মাঝে মইধ্যে চেল্টুর চাইর পাকে ভীর জমে।চেল্টুক টিটকারি দ্যায় ,চুলকায়,মিছাং রাগ দ্যাখায়, গালিও দেয়।চেল্টু আরো ফ্যাদলা পারে ।চেল্টুটা বোঝেনা কতুলা ছ্যাপ নিজের গাত পরি দেহাটা মইলা হবার নাইগছে ।কারো উপুরা হয়তো জলুয়া ঢোড়ার নাখান ফোপে ওঠে ,বাপ ঠাকুর্দার চকমকা ইতিহাস তল্তি ধরি নিজের পরিচয় দ্যায় ।কিন্তুক নড়বড়া বর্তমানোত আউয়াল ইতিহাসের ঝোলোত চুড়া ভেজে না। চেল্টু য্যালা কোনো দোকানের চালিত বেহুশ হয়া থাকি রয়; আমারে অলিনদা স্যালা দোয়ারি হরিয়াদাক মিছাং ঢ্যাক্কায় আর গালি পারে--- এই শালা ছোটোলোক,তোর মান-সম্মান নাইরে? রাস্তায় ঘাটে মদ খায়া পরি রইস!হরিয়াদা কয়, ---শোনেন বাবু,এটে আর কতোখুনা ঢ্যাক্কাইলেন ?সেদিন টাউনোত ঢ্যাক্কাইতে ঢ্যাক্কাইতে ডেরেনোত ফ্যালে দিছে, তাও মোক অপমান করির পারে নাই।ডেরেন থাকি উঠি মুখের সামনে কয়া দিছি,-- মোর নাম হইল হলাই,মোর ঠাকুর্দার ছিল চাইরটা খ্যারের বলাই। নেখাইয়া____ শৈলেন দাস। থানেশ্বর হাট, কোচবিহার, ভারত।

Post a Comment

Previous Post Next Post