আইসো জানি থুই কতেক ঘরোয়া চিকিৎসা

কতেক ঘরোয়া চিকিৎসা ও ভাল পদ্ধতিঃ

১/খাদ্য খাবার সমায় আনন্দ মনে খাওয়া নাগে।
২/হঠাৎ নাক দিয়া রক্ত বিরাইলে ঠান্ডা জল বা পিঁয়াজের রস নাক দিয়া টানিলে রক্ত পরা বন্ধ হয়।
৩/ঠান্ডা জলের সাথে পিঁয়াজির রস তিন চাইর ফোঁটা খোয়াইলে বমি বন্ধ হয়।।
৪/চাউলের সাথে একমুটি নিমপাতা থুইলে চাউলত
পোকা ধরে না।
৫/ শুকান বালার তলত আলু আর আদা থুইলে
ভালেদিন পর্যন্ত ঠিক থাকে।
৬/ এক রোয়া রসুন বাটিয়া নাক দিয়া টানিলে মাথার বিষ কমি যায়।
৭/গরুর দুধের সাথে পাকা কলা খাইলে শক্তি বৃদ্ধি হয়।
৮/তিল আর মিটাই বা কাঁচা বুট আর মিটাই শক্তি বাড়ায়।
৯/গরম জল দিয়া মধু আর কাগজির রস খাইলে, শরীলের মেদ (মোটা)কমি যায়।
১০/ঘুমতে নাক ঘোরঘোরাইলে সামান্য গরম ঘিউ নাকত দুই ফোঁটা লাগাইলে নাকের ঘরঘরী খতম।
১১/সামান্য হলদি মেথি গরম দুধের সাথে খাইলে কমরের বিষ গাঠির বিষ শেষ।
১২/কিচমিচ জেষ্ঠমধু আর গুলমরুচ গরম জল দিয়া খাইলে কণ্ঠ পরিস্কার হয়।
১৩/কশাল(হরিতকি)বাটিয়া খাইলে হজম শক্তি বৃদ্ধি হয় আর অরুচি দুর হয়।।
১৪/ ত্যাজ পাতা ফম বা স্বরণ শক্তি বাড়ায়।।
১৫/ বালিশের তলাত অসুনের রোয়া থুইয়া সুতিলে নিন্দ ভাল হয়।

Post a Comment

Previous Post Next Post