অভিজিৎ বর্মণের রাজবংশী কবিতা

মোর মাও মোক যেলা ব্যাচে দেয় তুমরা সেলা কাও ছিলেন না।
নাম কবার পাং না মুই
বরম তালুখান কাকা কাকা করে
নয়া দাশৎ উপজিয়া ছাওয়াটাক
বুকের মধু না দিয়া কনেকও।
মাও মোক ব্যাচে দিছে জলের দামে।
বনুয়াতলের বনুয়া মধুমাসি মোক ।
দিচিলো বুকের তন।
থরে থরে বিতি যাওয়া ছাওয়াতি কাল
পাতাগাবুর বস্।
আইচ্চে যৈবন টপলা ধরি হাউসের।।
হাউস তো মোর মেলায় হয় ।
ব্যাগ ধরে পরিচয়।
কাও কয় উপজাতি কাও কয় ভুটিয়া
কাও কয় হাড়িয়া বাড়ির মুবিয়ান্নির বেটি।
বনের পাতোৎ, কুহুলির কাথাৎ
দ্যাখং মোর মনের ছবি -
আং দাং পরিচয় –
হাল বাড়ির ঘোষে ঘোরে
চাপাতি তুলা মাও মোসিলার নগদ।
পাংও ---
মুই হলুং বনুয়া মাসির গুট কিয়া এক বেটি
সিজুন করির নয়া সভ্যতা আসিছু মুই ছুটি
অনন্তু এক সমাই থাকি
দীঘোল সুরে হাটি।।


bhawaiyablog এই নেখাটা নিছে, দোতরার ডাং ||৬|| অভিজিৎ বর্মণ সংখ্যা থাকি।
প্রকাশকঃ প্রশান্ত কুমার রায়।





Post a Comment

Previous Post Next Post