সংখ্যা নিয়া মজার একনা রাজবংশী গপ্পো

একবার সংখ্যা ৯, ৮- ক জরে এক থাপ্পড় মারিল!

তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করিল।

"মোক মারলু কেনে ?"
৯ মুই যে বড় সেই বাদে মারছু
এ কথা শুনি ৮, ৭- ক্ জোরে এক থাপ্পড় বসিয়া দিল!
৭ যেলা উয়াক মারার কারণ জানির চাইলে ৮ ও কইল,

"মুই বড় সেই বাদে মারছু!"
একে অজুহাত দেখেয়া, এরপর ৭, ৬-ক্

৬, ৫-ক
৫, ৪-ক
৪, ৩-ক
৩, ২-ক

আর ২, ১- ক মারিল!

হিসাব মত ১-এর শূণ্যক্ মারা উচিত...
কিন্তু "১" মারিল না , মারা তো দূরের কথা,উয়ায় ভালোবাসি শূণ্যক্ নিজের বগলোত্ বসেয়া নিল! দু'জনে মিলি "১০" হইল!
.
উমা তখন ৯-এর থাকি বেশী শক্তিশালী হয়া গেইল!
তারপর থাকি"১০" কা সগায় সম্মান করির শুরু করিল!
.
নীতিকথাটি হইল:-
.
"ছোট ছোট কারণে, নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করি, ব্যক্তিগত অহঙ্কার দূরত্ সরে থুইয়া ,হামরা যদি একে অন্যের হাতটা ধরির পারি,হামার শক্তি বহু গুণ বাড়ি যাবে!"

(facebook collected from
Sankar Rajbanshi)


Post a Comment

Previous Post Next Post