কামতা-রাজবংশী মজাক যাত্রা 'নবাব সিরাজুদ্দৌলা'

নবাব সিরাজ : কায়, কায় অটে?
আলেয়া : আলামপনা, মুই আলেয়া।
নবাব সিরাজ : আলেয়া! কি করিস তুই আন্ধারোত নুকিয়া?
আলেয়া : হুজুর ভাত আন্দোং
নবাব সিরাজ : ভাত আন্দিস! তা তরকাই কি??
আলেয়া : ইয়াও, ইয়াও হুজুর, বাইগোন দিয়া বয়লার মুগরীর চামড়ি!
নবাব সিরাজ : কি কলু?? ফির কও! বাইগোন দিয়া বয়লার মুগরীর চামড়ি!! বাংলা-বিহার-উড়িষ্যার নবাব মুই সিরাজুদ্দৌলা, আর মুই খাইম মুগরীর চামড়ি! তাও ফির দেশী নোয়ায়, ব্রয়লার মুগরীর চামড়ি??? ক্যানে তোর বাড়ির পাছপাকোত কি ঢেঁকিয়া শাক, কচু পাতাও আছিল না?
আলেয়া : ঢেঁকিয়া শাক আন্দিম হুজুর?
নবাব সিরাজ : থাউক এ্যালা আর নাগবার নয়। গোলাম হোসেন কোনটে রে? গোলাম হোসেন, গোলাম হোসেন! কোটেকোনা থাকিস হারামজাদা?
গোলাম হোসেন : জ্বে আজ্ঞে হুজুর, কোনটে আর যাইম? এই তো মুই হুজুরের ঠ্যাঙের তলোত।
নবাব সিরাজ : বুঝলু গোলাম হোসেন, এ্যালা মোর দিন কাল এমনে খারাপ যায়ছে যে ব্রয়লার মুগরীর চামড়িও খাওয়া নাগে! কাক কইম এই দুঃস্কের কথা কও? মুর্শিদকুলী খাঁ, আলীবর্দি খাঁ'র বংশের ছাওয়া হয়্যাও মুই সিরাজ নবাব আইজ নিঃস্ব, গোটালে ফকির! এ্যালা কও- এ্যাদন ফকিরোক কায়
দিবে আশা? কায় দিবে ভরসা? আর কায় বা শুনাইবে মোক আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া, আর মমতাজের ঝাকানাকা গান?? গোলাম হোসেন রে এ এ এ এ এ এ এ ......।।

(অনলাইন সংগ্রহ)

Post a Comment

Previous Post Next Post