যাও চলি যাও -কামতা-রাজবংশী কবিতা

তোমরা যদি চলি যাবার চান, তাইলে চলি যাও
মুই তোমাক কিচুই কবার নং,
হাত বাড়েয়া দোবোরের আগোত খাড়াও হবার নং,
চলি যাবার সমায় পাছপাক থাকি ডাকপারো নং।
কিন্তুক যাবার সময় মোর মাথাত হাত দিয়া
তোমাক কথা দিয়া যাওয়া নাইকবে; যে
তোমরা মোক একবারে মন থাকি ভুলি যাইবেন।
হামার বিয়ার পোথম আইতোত তোমরা কচিলেন-
মুই নাকি পুন্নিমার চাঁদ হয়া তোমার ঘরোত আচছুং।
মানষিগিলা সগায় হাসি হাসি কইচোলো
মুই নাকি গোবরের ভিড়াত পদ্দর ফুল হয়া
                               তোমার ঘরোত আচছুং।
আইজ মুই দুই ছাওয়ার মাও হওয়ার পরেও যদি
তোমার মনোত একনাও ভালোবাসা জন্মেবার নাই পাং
তাইলে যাও.....
চলি যাও।
__সুজন কুমার রায়।
তরুন কবি ও সাংবাদিক,
চাপারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট।

2 Comments

Previous Post Next Post