কাঁটাতার- কামতা-রাজবংশী কবিতা

মোর কলিজাখান ধুকপুক করি উঠে!
হিয়ার মইধ্যত চিনচিনি উঠে বাঁও!
কাঁটা তারের বেড়ার ফাকত যেলা
তোর চান মুখের ছবি দেখির পাও।
দিদিরে!ঐ যে দ্যাশ ভাগের সমেই
ইন্ডিয়ার ভিতিরা যায়া সান্দালু;

 দাদা বাবুর হাত ধরি, সংসারর পাতিবার তানে
চোখুর জলছাড়ি মোর মাথাত হাত বুলাইছিলু!
এলাও মোর মনত পরে দিদিরে-
ম্যালা দিন গেইল গত হয়া,
শুনচুঙ তোর নাকি ভেইল্লা সংসার
তারে বাদে ভুলিছিস মোর মায়া
কাক পক্ষিগিলা ভোর-সাকালে
কা-কা করি, কী-বা খবর কয়?
মনত পরে তোর মায়াবি মুখখান
তোর বাদে পরাণটা আউলি যায়।
মুই দৌড়ি আইসোঙ্ কাঁটা তারের বগলত; 
কিন্ত! ঐ যে ১০৫২ পিলারটা,
মোক মনে করি দেয়,
ওপাকে যাওয়া যাবান্নয়!
ডুকুরি-ডুকুরি কান্দঙ মুই, কান্দে ভেতরটা।
আকাশ ভেদি পাতালত ঠ্যাকে সে ধ্বনী!
দিদি তুই ভাল থাকিস! ভাল থাকিস তুই!!


______আশরাফুল আলম

পাঁচপীর,উলিপুর,কুড়িগ্রাম।


Post a Comment

Previous Post Next Post