সুখের বৃষ্টিত ভিজিম বুলিয়া- যেপাকে যাবার চাং...
দেখং খালি হাতাশের কুয়ায় ভত্তি হেটানিচা ঘাটা,
আর কাউয়ার পাখনাত করি ধরি আইসা ঘুটঘুটা আন্ধার !
চখু নামের টর্চ জ্বলাং, আন্ধারও না কাটে কুয়াও না সারে !
সুখ তো দূরের কথা - অভাবের সাতাও নাগে মনের খোলানত !
দুষ্কের ঝড়ি গোটগোটে পড়ে রাইতদিন !
কী করিম ! অপার ভাবনার সাগরত পড়িয়া দিশকুল না পাং ,
এক একটা দুষ্কের ঢেউয়ত ডোবং আর ওঠোং,
ওঠোং আর ডোবং,
হয়তো এং করিয়ায় অথাও সাগরৎ ডুবিবে জীবন তরী !
সুখ কোটে কাহো কি কবার পান...?
কবি: রণজিৎ সরকার, ভারত
বাসৎ বসি/৩১.০১.২০২৩.
হালিচা:
রণজিৎ সরকার