বিয়ানকার ওদ্দুর || বর্ণজিৎ বর্মন

মোর ভাবনার ঘরোৎ ভুলকি মারে
বিয়ানকার ওদ্দুর 
স্যালা স্বপ্নের গছ কোনা 
ডগোমগো করি ফ্যাতফ্যাতুর মার মত হাইসতে থাকে

মুই দেখং 
মোর কষ্টের দিন বুজি শ্যাষ হইলেক। 

মনটা খুলবুলি উঠলেক
পথম চানের আলো দেখি ছাওয়া যেমন করে 

তার তানে মুই 
কবুতরের পাকনা কানোত ডুগি দ্যাং আর বিরক্যাং 
গছের গোরত বসি 
দুপরি ব্যালা

শুনোং ভাওয়াইয়া গান কইরতে কইরতে
সিঙ্গমারির মাঝি নৌকা এদি ওদি করে। 


কবি: বর্ণজিৎ বর্মন, ভারত 

Post a Comment

Previous Post Next Post