হালুয়ায় না বােয়ায় হাল, জালুয়ায় না মারে জাল,
ন্যাস্ফো গছা ঘুকতি যায়া আসিল বিজলি বাতি।
কেমন দিন আসিলরে নাতি, বুঝির না পাও দিন আর রাতি।
চ্যাংড়া পেন্দে কানের দুল, চ্যাংড়ির মাথাত হিপ্পি চুল,
“কিস্ মি” লেখা গঞ্জি পরা, কোনটা চ্যাংড়ি, কোনটা চ্যাংড়া!
সচায় করি, চিনির না পাও, কইমছে চকুর ভাতি।
ক্যামন দিন আসিলরে নাতি, বুঝির না পাং দিন আর রাতি।
ছাওয়া ছােটো ইস্কুল যায়া, বাড়ি আইসে ভাত খায়া,
পড়ির যায় কোচিং সেন্টার, বাড়িত আসি পড়ায় মাষ্টার-
ইস্কুলের দেওয়াল রং করিয়া ল্যাখে ‘সবুজ সাথী।
কেমন দিন আসিলরে নাতি, বুঝির নাপাং দিন আর রাতি।
ন্যাতার ব্যাটি ভাস্তি হইলে, য্যানত্যানেতে চাকরি মেলে,
সার্টিফিকেট ফাস্ট ডিভিশােন, তুলসীতলাত গাড়ি থােন,
দশবারাে লাখ না দিলে তায় কাও না ফোকায় ভুতি।
ক্যামন দিন আসিলরে নাতি, বুঝির না পাং দিন আর রাতি।
শক্তিকেন্দ্র--- বন্দুকের নলা, অর্থ উল্টি গলার মালা।
নেতার চোটে ভােটার হাওয়া, খারে কাটোল খাজা খাওয়া;
খারুয়া কাকড়ার কামড়াকামড়ি হুলুর নেবে বাতি।
কী দিন পড়িলরে নাতি, বুঝির না পাং দিন আর রাতি!
কবি পরিচিতি:
নাম— শৈলেন দাস
প্রকাশ পাওয়া কবিতার বই: ভাঙা খলাইয়ের গান।
বাড়ি: থানেশ্বর হাট, কোচবিহার, ভারত।
হালিচা:
শৈলেন দাস