ফাসি গেনুং

ও মুই ফাসি গেনুং
এ কোন চিপাত ফাসি গেনুং মুই।
মোর বেলায় চান্দা-পুটি
তার ব্যাগোত পাঁচ কেজি রুই
ও মুই ফাসি গেনুং
এ কোন চিপাত ফাসি গেনুং মুই।।
মনের মিল পায়া যে অকে
করে ছিনুং বিয়া
সউক কথাতে হাসি আছিল
কি সুন্দর তার হিয়া।
বিয়ের পর আসল রুপ তার
হয়া গেইল যে জানাজানি
সবকিছু বুঝ বেশী বোঝে
তার ভাব যে মহারানী। 
কনতো এই মহারানীক এ্যালা 
কোন মসনদোত থুই
ও মুই ফাসি গেনুং
এ কোন চিপাত ফাসি গেনুং মুই।
বিয়াঙ্কা দোপর ভাটিবেলাত
বৌ এর যে ঘ্যানঘ্যান, কয়
বৌ পোষবার মুড়াইত নাই-তয়
বিয়াও করির গেছলু ক্যান।
অয় এধারকা মাল ওধার করে
কইতে গেইলে ভেংচি মারে
আসল কথা কবার গেইলে
নিজের গায়োতে ঢুকে সুঁই,
ও মুই ফাসি গেনুং
এ কোন চিপাত ফাসি গেনুং মুই।
ও মুই ফাসি গেনুং
এ কোন চিপাত ফাসি গেনুং মুই।
মোর বেলায় চান্দা-পুটি
তার ব্যাগোত পাঁচ কেজি রুই
ও মুই ফাসি গেনুং
এ কোন চিপাত ফাসি গেনুং মুই

তারিখঃ- ২৭/০৪/২০২০খ্রিঃ।
Mijanur rahman


1 Comments

Previous Post Next Post