মাওয়ের ভাষার দাবী (রংপুরি কবিতা)

ছোট থাকতে মাও শিখাইচে
হামার রংপুরিয়া আও
জীবন ভত্তুক এই ভাষাতে
আও করিবার চাওঙ।
আজ- কাইলকার মানষি গুলার
বেজায় দ্যাকঙ ভাব
মাওয়ের ভাষাত আও না-করি
খোয়ায়; সোসাইটিতে খাব।
যেগলা-গুলা চ্যাংড়া চ্যাংড়ি
ঢাকা খাটির য্যায়া
ভাটিয়া আও শিখি আইসে
ওগলা- আস্ত বে-হায়া।
শোন বাহে চাজি জ্যাটো 
ভাই ভাতিজার-ঘর
নেজের ভাষাত কথা কবার
কিসের শরম-ডর। 
তোমরা গুলাও মোরে মতন
রংপুরি আও করো
সগারে আগোত মাওয়ের ভাষা
উপরোত তলতি ধরো।
গোটাল রংপুরের ছাওয়া গুলাক
এস আই মিজান কয়....
করির নাগবে হামরা-গুলাকে
মাওয়ের ভাষার জয়।
হামার মাওয়ের বুলির মতন
কোন- ভাষাত মায়া নাই
"রংপুরিয়া ভাষা" হামরা
বই পুস্তকোত চাই।

তারিখঃ- ২০/০৭/২০২০ খ্রিঃ
সময়ঃ- দুপর ১২.৩০ মিঃ
স্থানঃ- অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ,
মরিশাস দ্বীপ।


Post a Comment

Previous Post Next Post