বালিশের নালিশ

বালিশের নালিশ     (রংপুরি কবিতা)
             ➤মিজানুর রহমান 

সিতানের বালিশ 
করে মোক নালিশ 
নিন যাস না ক্যানে,
জোনাকি কি আসিবে?
বগলোত কি বসিবে?
নাকি সখি হইবে ধ্যানে।

উপোরে চায়া থাকিস
চোক ম্যালে কি দেখিস
আইত হয়া গেইল ভারী,
ক্যানেবা কিসের বাদে
কি দেখিস তুই ছাদে
না কাও নিন নিছে তোর কারি। 

ওরে; কি করবু আর চায়া
সউক গুলায় যে ছায়া 
যা-রে যা তুই নিন,
ঘুরিয়া  হাটি হাটি
আন্ধার যাইবে কাটি
দেখিবু আসিবে নতুন দিন।

তারিখঃ- ২৯/১২/২০১৯ খ্রিঃ। 
স্থানঃ- পুরাতন পাবলিক লাইব্রেরি, কুড়িগ্রাম।


1 Comments

Previous Post Next Post