শিমলা ফুল —সন্তোষ সিংহ

শিমলা ফুল
সন্তোষ সিংহ 

শিমলা গছে শিমলা ফুল
ফুটিয়া যেমন উড়ে
তাের হিদ্দের ভালােবাসাও
গান হয়া আইজ সুরে
উড়িয়া বেড়ায় ঘুরিয়া বেড়ায়
ম্যাঘ হয়া মাের মনত্
বালিশ ভিজে চউখের জলে
টেউয়া ঘরের কোণত্!
বিজলি জ্বলে চালাত-চুলুত
উড্রি উঠে গাও
এলাও বুঝির পালুং না মুই
তাের হিদ্দের ভাও!
আশায় আশায় ভাসিয়া গেইছে
চাচ্চে-থাকা-দিন
শন মাসিয়া বিষ্টি চউখত্
পালেয়া গেইছে নিন!
নিনও গেইছে, দিনও গেইছে
দেহাটা আছে পড়ি
বায়রা ঘরে খালি ঝরে
শন মাসিয়া ঝড়ি!


Post a Comment

Previous Post Next Post