“অসমাপ্ত” গোলাম নবী আজাদের নেখা কামতা ভাষার ছোট গপ্পো

মা প্রাইভেট মাষ্টার তিন মাসের টাকা পায়! দিনাও টাকা চায়, টাকা দেওয়ার না পাইলে প্রাইভেটোত যাওয়ার বাদা করি দিছে!মুই বই ঠই আর পরিম না।
মা:- তোর বাপ তো বারো মাসিয়া রুগি বাবা! হাজিরা না কইললে তোকে বা টাকা কেমন করি দিম, তোর বাপেরে বা কি হইবে! বাবারে মুই তোক বই পরাইম বাবা তুই অনেক বড়
মানষি হবু ,আজি কেনে বা তোর বাপ শিংয়ি মাছ খাবার চাওয়ার নাগছে , কায় তো হামার কপালোত নাই কায় শুনে হামার কথা ! কয়টা মাছ যদি কাও দিলেক হয় । আজি টাকা আবানে মাছ কোনা হাতের বগলোত পায়া ও কিনির পালুং না।
খালি দেখিয়া চখুর শান্তি হইল। টাকা আবানে ওষুধে কিনির পাওয়ার ধরং নাই দেখতো কি কষ্ট তোর বাপের , মুই হাজিরা করোং মজিরা করোং তোক বই পড়াইম তাও ।
আচ্ছা মুই কালি ওষুধ আনিম এলায়, কালি ধনির বাড়ির হাজিরার টাকা দিবে তায় দেখং যদি কাকা কয়টা টাকা দেয় এলায়।
কাকাও সেদিন মোক একটা আয় করে নাই! মুখ খান ঘুরিয়া ও দেখিল না, । উপায় না পায়া পেটের ভোগের জ্বালায়, কাঁচা খুদি খায়া অদি দৌর, শিংয়ি মাছ ধরির বাদে , দোলোং নদী বাড়ি থাকি তিন কিঃমিঃ দুরোত । অল্প খানেক জেয়া হাপসি জাং আরও দম নেয়, এমন করি কোনোমত কয়টা শিংয়ি মাছ ধরি আরো বাড়ি মুখে দৌড়। ঠ্যাং গুলা খালি টানি টানি ধরে ইষ কি কষ্ট। হাপসি হাপিস বাড়ি বগল আসি দেখং, টারি বাড়ির সবায় গুলাই হামার বাড়ির ওঠে পালা হইসে।
হয় না কয়, বাপের মুখোত শিংয়ি মাছ কোনা উঠিল না।

কামতা / রাজবংশী গপ্পো “অসমাপ্ত”। স্কেচ আর্টঃ সুজন রায়।
মাঝে মধ্যেই বাপের চিতা টা দেখিলে খেয়াল হয়, বুকের ভিতর খান , খিব কান্দে ।
মায় তায় বই পড়াইল, শিক্ষিত হলুং কিন্তু শান্তি পালুং না।
আজি মোর একটা ওষুধের কম্পানি আছে , ওষুধের অভাব নাই , মোর নিজের নার্সিংহোম আছে ডাক্তারের অভাব নাই , মুই এসি ঘরোত
থাকোং, মোর কোনও শান্তি নাই। আজি কাকাও মোরে এটে করি মিলি খায়। তায় মোর মনোত শান্তি নাই। আজি বাপ নাই মনোত শান্তি নাই, মার পেন্দনোত সাদা কাপড় দেখিলে আইজো বুক খান কান্দে পূর্নিমার আকাশের ঐ ঝকঝকা তারা গিলায় মোর
মনের কথা বুঝির পায়। দোলোং নদীর উপর
দিয়া গেইলে সিংয়ি মাছ কয়টার কথা খেয়াল হয়। দোলোং নদী বেই মানি নকরিলেও নিজের কাকা সেদিন মুখ ফিরিয়া দেখে নাই।
সব থাকিয়া ও কিছুই নাই, ঘরের দেবতা নাই
মোর পূজার মন্ত্র নাই , মোর ঘরোত বাপ নাই।


____নেখাইয়া।
গোলাম নবী আজাদ

Post a Comment

Previous Post Next Post