কামতা-রাজবংশী কবিতা- ডুবি থাকং বারোমাস


প্রকৃতির সবুজের মাঝৎ
ঝিনি মনে হয় ডুবি থাকং বারোমাস।
ওই পাশৎ ঘাসুয়া জমিৎ
ছাগল গরু ছিড়ি খায় ঘাস।
হাস-পানিকৌরি ঘর ডিঘীৎ
মনের সুখে ভাসি বেড়ায়।
জমিৎ হাল দিয়া আইসা গছের ধারৎ
হালুয়া তামুক খায়া জিরায়।
আকাশৎ বগুলা, সারো, কাউয়া
মনের আনন্দে ঘুরে...
মাটির ভিতরৎ ঘর বানের বাদে
এন্দুর-ধরেয়া মাটি খুরে।
কৈতর, মুরগী গুলা এক সথে
মিলি খায় হালুয়ার ধান।
ঝিনি মনে হয় উম্রার মাঝৎ
আছে কুন ভালোবাসার টান।
মরি যাওয়া পোকাটাক নিয়া
নাল, কালা নুটি গুলা করে মারামারি।
ভাগে কিছু পাইলে নিয়া যাবে বাড়ি।
দুরের ঐ আকাশৎ বেলা ডুবি যায়।
দল বান্ধি গরু-ছাগল আইসে সগায়।
শুনা যায় কল্লোল বাউদিয়ার দোতরার ডাং।
ঝিনি মনে হয় মনটা উয়ার খিপ উড়াংফারাং।


______প্রবীর রায়, ভারত।

Post a Comment

Previous Post Next Post