মোবাইল ও দৈত্য — কামতা-রাজবংশী গপ্পো

একঠে আড়াবাড়িত একটা গোড়গোড়া খাল আছিল। অটেকোনা সগাই হাগে।  একদিন একঝন লোক গেইছে স্যাটেকোনা বেতাল সারির।  প্যানের পকটোত ছিলো নয়া মোবাইল, যেই চেনকোনা খুলি বইসপে অমনি ফসাৎ করি মোবাইলখান গেইল খালোত পড়ি।
হাগা বাদদিয়া লোকটা হাউমাউ করি কান্দির ধইচ্চে।  উয়্যার কান্দোন শুনি ঐ খাল থাকি এক দৈত্য উঠি আসি কয়ঃ তুই কান্দিস ক্যা?
লোকটাঃ মোর মোবাইল খালোত পইচ্চে।
দৈত্যঃ আচ্চা মুই তুলি দেঙ, তবু কান্দিস না।
তারপর দৈত্য নাক চিপি ধরি খালোত দিল এক ডুপ।
খানেক বাদে দৈত্য হাতোত এখান হলুদ মোবাইল নিয়া উঠি আসি কয়; দেখতো ইখান তোর মোবাইল নাকি?
লোকটা সৎ ভাবনিয়া কইল; দৈত্য ভাই ঐ সোনার মোবাইল মোর নোয়ায়।
দৈত্য মিশি যাওয়ার আগোৎ মোবাইলখান লোকটার গাত ঢ্যালে দিয়া কইল; গু ধুইয়া দ্যাখ ওখান তোরে মোবাইল।
___সুজন রায়।

Post a Comment

Previous Post Next Post