পিঠা বানেয়া দে —কামতা-রাজবংশী কবিতা

চল দিদি আকার পারত(চুলার)
পিঠা বানেয়া দে,
ধুম চলিছে নানান পিঠার,
হামার তল্লাটে!
ভাপা পিঠা,নাড়ু পিঠা,
গড়গড়িয়া, চিতই পিঠা,
সীম পিঠা,পুলি পিঠা,
পাটি সাপটা,নারকলের পিঠা
ম্যালা পিঠার সমাহার!!
দে দিদি মোক পিঠা বানে-
ধরিচুঁ আবদার।
আনিয়া দিছোং-ত্যাল চিনি,
সাথে আনিছং গুড়,
তোর হাতের পিঠা দিদি-
বড়ই সুমধুর!
আশেপাশে দ্যাখরে দিদি-
পিঠা বানাবার ধুম,
শীতকাল হৈল পিঠা খাওয়ার
আসল মৌসুম।
________আশরাফুল আলম

2 Comments

  1. আশরাফুল ভাই, সুন্দর কবিতা লিখেছেন।

    ReplyDelete
Previous Post Next Post