হাটেক বাপই হালধরি যাং
দেখিস এলায় শিখিস এলায়
কেদং করি হাল বওয়া খায়
আইসা আশিন মাসৎ
তোর বিয়াও ধরিম যে
বাপোই বিরিয়া কয়—
মুই না করিম নিকা, না করিম বিয়াও
নেকা পড়া সিকিয় মুই জানির চাং
গঙ্গা নদীর ভাও
বই পড়িম মুই ভাইল্লা করি
জানিম ভাইল্লা ঘটনা
ম্যাঘ থাকিয়া ঝরি হয় ক্যা
পাহাড় থাকি ঝন্না
চান টা ক্যানে বারে কমে
সমুদ্রের নাই ক্যা তল
আসমান জানিম, বাতাস জানিম,
জানিম নদির ঢ্যাউ
মুই নেকিম মুই পড়িম বিয়াও
দিবার চাইবেন না আর কেউ
কবি —বর্ণজিৎ বর্মন।