আগত বুঝিস নাই —সন্তোষ সিংহ

আগত বুঝিস নাই
সন্তোষ সিংহ  

এলা এত ফোকরিস ক্যা
আগত বুঝিস নাই
এই মানষিটা হারেয়া গেইলে
পইড়বে মুখত ছাই!
আগ করিয়া ভাগ করিচিস্
তাক করিচিস মােক
মুই হলুং তাের ঘাটার কাঁটা
মুই হলুং তাের জোঁক!
মুই হলুং তাের সব্বনাশ
মুই হলুং তাের বিষ
নালিশ করি সালিশ সভাত
ভাঙিলু মিলমিশ।
কত কিছু ভাবচিস আরাে
মরণ চায়া মাের
কোন বা সুখের আশায় তুই
খাটেয়া গেচিস জোর!
জোর খাটেয়া শাের তুলিচিস্
কিবা হইলেক নাভ
অগুন জ্বলি দ্বিগুন হয়া
পুড়িয়া ফেলাই ঝাপ!
ঝাপ পুড়িছে তাপ বাড়িছে
উদাং হইছে সউক
ভাল হইছে, না বয়া হইছে
মানষিগিলায় কউক!
ভালােবাসার মানষি যেদু
ধৈৰ্য্য হারে ফেলায়
দিশা দুয়াের না পায়া উয়ায়
কান্দে যেলায় সেলায় ....
কান্দি কাটি কি হবে সেলা ...
যে তির গেইছে বিরি
ধনুক জানে ভাল ভারিয়া
আইসবে না তায় ফিরি।
ভালােবাসা হিদ্দের ধন
গােপনে হয় সােনা
উয়ার ক্ষয় ততয় হয়
যতয় আলােচনা!
আরাধনার বিষয় হেটা
ধ্যান করিয়া পাওয়া ....
চিকরা-চিকরি দৌড়া দৌড়িত
উয়ায় হয় হাওয়া।।



Post a Comment

Previous Post Next Post