কত পাষাণ বাইন্ধাছো পতি মনেতে - koto pashan baindhacho poti monete

কত পাষাণ বাইন্ধাছ পতি মনেতে
পাষান বাইন্ধাছ পতি মনেতে।।

ফাগুন মাসে অধিক জ্বালা
চৈত্রে নারীর বরণ কালারে
বৈশাখ মাস গেল কন্যার কান্দিতে কান্দিতে
পাষান বাইন্ধাছ পতি মনেতে।।

জৈষ্ঠ মাসে মিষ্টি ফল
আষাঢ় মাসে নয়া জল রে
শাওন মাসে গেল কন্যার শয়নে স্বপনে
পাষান বাইন্ধাছ পতি মনেতে।।

ভাদ্র মাসে আউলা ক্যাশ
আশ্বিন মাসে বর্ষার শ্যাষরে
কার্তিক মাসও গেল কন্যার ভাবিতে ভাবিতে
পাষান বাইন্ধাছ পতি মনেতে।।

অঘ্রাণ মাসে হেমন্তি ধান
পৌষ মাসে শীতের বানরে
মাঘ মাস গেল কন্যার উঠিতে বসিতে।                  
পাষাণ বাইন্ধাছ পতি মনেতে।।


কথা - প্রচলিত
শিল্পী - ভূপতি ভূষণ বর্মা 
বেতারে রেকর্ড -২৯.০৮.২০২৪

bhupati Bhusan Barma
title: koto pashan baindhacho poti monete

Post a Comment

Previous Post Next Post