ভাওয়াইয়া অঞ্চলের প্রচলিত প্রবাদ প্রবচন।

ভাওয়াইয়া অঞ্চলের লোকদের মুখে প্রচলিত প্রবাদ প্রবচন গুলোই এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় পাঠক, অঞ্চল ভেদে প্রবচনের বাক্য বা উচ্চারনের পার্থক্য স্বাভাবিক। 

১/ মুইও ফকির হনু, দ্যাশতও অকাল (অভাব) পইল।
অর্থঃ অভাব গ্রস্থলোক কারো কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হলে এই মন্তব্য প্রকাশ করে।

২/ দুধ খাবার কিন্নু গাই, তাইও হইল আড়িয়া (বলদ)।
অর্থঃ অদৃষ্টে দুর্ভোগ কোন ভাবে এড়ানো যায় না।

৩/ কাশে কি আর পাদ ঢাকে।
অর্থঃ কোন বড় অপরাধ সহজে গোপন করা যায় না।

৪/ যে বিয়ার বিয়াও, তার চিত্তরী বাইজ!
অর্থঃ মুল বিষয় ছেড়ে আনুষঙ্গিক বিষয়ে প্রাধান্য দেয়া।

৫/ নাই পইসার ধনী,  মুতিয়া না নেয় পানি।
অর্থঃ অহংকারী ব্যাক্তিকে উদ্দেশ্য করে বলা।

৬/ রাজার বাড়ীর নিমন্ত্রণ, গেইলেও চোদন না গেইলেও চোদন(ঠেলা)।
অর্থঃ উভয় সংকট।

৭/ বালের বাল, হরিদাস পাল।
অর্থঃ কাউকে নগণ্য হিসেবে তুলে ধরতে ব্যবহৃত হয়।

৮/ নাঙ্গের আশায় ভাতার (স্বামী) ছাড়নু, ভাতারও গেইল ছাড়ি, নাঙ্গও গেইল মরি।
অর্থঃ এক সাথে দুই কূল হারানো।

৯/ ভাতারের খায়, নাঙ্গের গুণ গায়।
অর্থঃ স্বামীর সংসারে থেকে পর পুরুষের গুণগান গাওয়া।

১০/ কানাক চ্যাট দেখাইলে, পাপও নাই পুণ্যও নাই।
অর্থঃ দৃষ্টিহীন ব্যক্তির সামনে যা ইচ্ছা তাই করা যায়।

১১/ বাপে না গতে, চোঙ্গায় চোঙ্গায় মোতে।
অর্থঃ নিজের মুল্য নেই, কিন্তু নিজেকে বড় মনে করা।

১২/ মঙ্গায় শেখায় আন্দোন, যমে শেখায় কান্দোন।
অর্থঃ অভাবে পড়ে তা থেকে শিক্ষা লাভ।

১৩/ পাইসা নাই ঝুলিত, মাথা আছড়ান খুলিত।
অর্থঃ নির্দিষ্ট সময়ে অর্থের যোগাড় না হলে।

১৪/ মন মানেনা, জিঁউ কাউল্যায়...।
অর্থঃ ভালো খাওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকা নাই।

১৫/ যার মরণ য্যাটে, নাও ভাড়া করি যায় স্যাটে।
অর্থঃ অদৃষ্ট বিপদ যেখানে লেখা সেখানেই ঘটবে।

১৬/ চোরের দশদিন, গৃহস্থের এক দিন।
অর্থঃ কেউ অপরাধ করে হঠাৎ ধরা পড়লে এই কথা বলা হয়।

১৭/ আকাশত চান্দ উঠলে দশে বিশে সগায় দ্যাখে।
অর্থঃ পাপ যত গোপন হোউক, একদিন জনসম্মুখে প্রকাশ পায়।

১৮/ যে মোর বকরী,  ওলান যায় তার ছেঁচড়ি।
অর্থঃ অসামঞ্জস্য অর্থে ব্যবহৃত হয়।

১৯/ চালির উপড়া বারান্দা.....।
অর্থঃ আর্থিক অবস্থার চেয়ে বাহ্যিক চাকচিক্য অতিমাত্রায় প্রকাশ করা।

২০/ যদি না যাও মরি, দেখিম নয়ন ভরি।
অর্থঃ অহংকারী লোকের সম্ভাব্য পরিণতি সম্পর্কে মন্তব্য করা।

২১/ আগা হাল যেদি যায়, পাছা হালও সেদি যায়...।
অর্থঃ অন্যের অন্ধ অনুকরণ করা।

২২/ যায় কয় আয়রে, তার সাথে যাইরে....।
অর্থঃ ভালো মন্দ বিচার না করে অন্যের অনুকরণ করা।